Sunday, November 3, 2024
Homeখবরঅরিজিৎকে একহাত নিলেন কুনাল 

- Advertisment -

অরিজিৎকে একহাত নিলেন কুনাল 

 

 

এভাবে বার বার শিল্পীর স্বাধীনতা নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা হস্তক্ষেপ করেছেন। এবার নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তাঁর অভিযোগের তীর শিল্পী অরিজিৎ সিংয়ের দিকে। অরিজিতের অপরাধ, তিনি আর জি কর নিয়ে একটি গান লিখেছেন। তিনি কোনও হিন্দি বলয়ের ঘটনা নিয়ে কেন মুখ খোলেন না সেটা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়লেন না। কিন্তু কুনাল ঘোষ ভুলে যান, অরিজিৎ এই বাংলার ছেলে। তাই বাংলার ঘটনা তাঁকে অনেক বেশি নাড়া দেবে। কুণাল ঘোষ এদিন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।’ এতে প্রবল ক্ষুব্ধ বাংলার নাগরিক মহল।

 

নাগরিক মহল মনে করেন, কুনাল ঘোষের এই মন্তব্য গণতন্ত্র বিরোধী। অরিজির কোন বিষয় নিয়ে গান লিখবেন, তা বলার অধিকার নেই কুনাল ঘোষের। তিনি কাজ নিয়েও বিঁধতে ছাড়েন না গায়ককে। লেখেন, ‘মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’ প্রসঙ্গত অরিজিৎ সিং বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও একাধিক কাজ করেছেন। আরজি করের এই ঘটনা ঘটার পরই অরিজিৎ সিং তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান এই ঘটনার দ্রুত বিচার না হলে তিনি পথে নামবেন। তখন থেকেই শিহরিত ছিল রাজ্যের শাসক দল। তারই প্রকাশ ঘটলো কুনাল ঘোষের এই লেখায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments