আর জি কর কান্ড আরো জটিল হয়ে পড়ছে। অভিযোগ অনেকটাই পুলিশের দিকে। এবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের লালবাজার অভিযান। শুধু তাই নয়, আগামী ৩ সেপ্টেম্বর, রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বানও জানানো হল। গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজি করের প্রতিবাদ পৌঁছে গিয়েছে। এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। প্রসঙ্গত, বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা। তাঁর একটি মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে।
এদিকে বিনীত গোয়েলের বিরুদ্ধে তারা তথ্য গোপনের অভিযোগ এনেছেন। তারা মনে করেন প্রথম থেকেই পুলিশের স্বচ্ছতার অভাব ছিল। তারা মনে করছে যে কোনো কিছু গোপন করার চেষ্টা হচ্ছে।