সুখেন্দু শেখর রায়ের অপরাধ, তিনি আর জি কর কাণ্ডে উদ্বেলিত হয়ে কিছু দল বিরোধী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সোজা প্রশ্ন তুলেছিলেন সন্দীপ ঘোষ ও বিনীত গোয়েল সম্পর্কে। আর তার ফলেই লাল বাজারে তাকে ডাকা হলো। আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি তুলে কলকাতা পুলিশেরই তলব পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। লালবাজার সূত্রে খবর, রবিবার বিকেল ৪টেয় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সিবিআইয়ের স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। আত্মহত্যার গল্প কেন ভাসানো হয়েছিল জানতে প্রাক্তন অধ্যক্ষ ও কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত দরকারি। কেন ঘরের দেওয়াল ভাঙা হল? সন্দীপ রায় কাদের ছত্রছায়ায় এত প্রভাবশালী হয়ে উঠল? কেন ঘটনার ৩ দিন পর সেখানে স্নিফার ডগ নিয়ে যাওয়া হল, এরকম শতধাকি প্রশ্ন রয়েছে। তাদের মুখ খুলতে দিন।’ এর ফলেই পুলিশ মনে করছে, তিনি জনমানসকে বিভ্রান্ত করছেন।
এর আগে ‘মহিলাদের রাত দখল’ অনুষ্ঠানকে তিনি সমর্থন জানিয়ে ছিলেন। তখন থেকেই তিনি দলের কুনজরে বলেই অনেকে মনে করেন। এই তলব নিয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।