শুক্রবার ছিল পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনার শুনানি। কিন্তু আদালত জামিন মঞ্জুর করে নি। জামিন চাইতে গিয়ে মামলাকারীদের আইনজীবী আদালতে উল্লেখ করেন, আবেদনকারীরা সবাই সিনিয়র সিটিজেন। এ কথা শুনে কটাক্ষ করে বিচারপতিরা বলেন, ‘দুর্ভাগ্যক্রমে তাঁরা সবাই সিনিয়র সিটিজেন আর প্রতারিতরা সকলেই যুবা।’ বিচারপতির কটাক্ষে কিছুটা অস্বস্তি পরে জান আইনজীবী
শুক্রবারই বিচারপতির প্রবল ক্ষোভের মুখে পারেন রাজ্যের মুখ্যসচিব। নিয়ম অনুযায়ী অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে অনুমতি দিতে হয় মুখ্যসচিবকে। এতগুলো দিন পেরিয়ে যাওয়া পরও কেন অনুমোদন দেওয়া হল না? শুক্রবার সেই প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগেও আদালত বারবার এ ব্যাপারে মুখ্যসচিবকে বারবার পদক্ষেপের অনুরোধ করেছিল। তাঁর স্পষ্ট অবস্থান জানানোর কথা বলেছিল। কিন্তু তিনি এখনও পর্যন্ত অবস্থান স্পষ্ট করেনি বলে অভিযোগ। স্বাভাবিক কারণেই খুবই ক্ষোভ প্রকাশ করেছেন আদালত।