Thursday, March 27, 2025
Homeখবরপুরান সংবাদ- মহাভারতের ৯ উপদেশ - মানব জীবনের পরম লক্ষ্য

- Advertisment -

পুরান সংবাদ- মহাভারতের ৯ উপদেশ – মানব জীবনের পরম লক্ষ্য

 

মহাভারত বিশ্বের অন্যতম ও প্রাচীন সাহিত্য। একে শুধু সাহিত্য ভেবে ভুল করলে চলবে না, মহাভারত হলো প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত সমস্ত মানুষের জীবন দর্শনের দিশারী। তাই বলা হয় মহাভারত পাঠ জীবনের মহা মূল্যবান কাজ। এখন সুবৃহৎ মহাভারত সকলের পক্ষে পড়া সম্ভব নাও হতে পারে। তাই মহাভারতের নির্যাস উপদেশ হিসাবে ৯টি কথাকে সকলকে স্মরণ করার উপদেশ দেয় বেদব্যাস। সেই ৯টি উপদেশ হলো –

১) যদি আপনি সময়মতো শিশুদের ভুল দাবি বা জেদ নিয়ন্ত্রণ না করেন, তবে শেষপর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন। যেমন হয়েছিল কৌরবেদের ক্ষেত্রে। সেই দায় এড়াতে পারেন না ধৃতরাষ্ট্র বা গান্ধারী।

২) বাড়ির শিশুদের এত উচ্চাভিলাষী করবেন না যার জন্য সে বড় হয়ে জ্ঞানের অপব্যবহার করে। যার জন্য সে নিজেকেই ধ্বংস করে ফেলে। সকলের অমঙ্গল করতেও সে দু-বার ভাবে না। যেমনটা করেছিলেন অশ্বত্থামা। তাঁর পরিণতি হয়েছিল মারাত্মক।

৩) আপনি যতই শক্তিশালী হোন না কেন, অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান, অস্ত্র, শক্তি এবং আশীর্বাদগুলি নিষ্ফল হয়ে যাবে। যেমনটা হয়েছিল কর্ণের।

৪) পঞ্চম কথা, সম্পত্তি, ক্ষমতা, লোভ ও আত্ম অহংকার নিজেকেই ধ্বংস করে দেয়। যেমন তিলে তিলে ধ্বংসের পথে এগিয়ে গিয়েছিলেন দুর্যোধন।

৫) ক্ষমতার লোভ ও অন্ধ পুত্রস্নেহ ধ্বংসের দিকে নিয়ে যায়। যেমন ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে ঘটেছিল।

৬) কখনই কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয়। যেমন করতে হয়েছিল ভীষ্ম পিতামহকে।

৭) সর্বদা জালিয়াতি করে জেতা যায় না। যেটা করতে চেয়েছিলেন শকুনি।

৮) যদি ব্যক্তি শিক্ষা ও জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে, তবে বিজয় অবশ্যই লাভ করা যায়। যেমন, অর্জুন। তিনি তাঁর শিক্ষা বলে নিজেকে অনন্য যোদ্ধায় পরিণত করেছিলেন।

৯ ) আপনি যদি নীতি, ধর্ম এবং কর্ম সফলভাবে অনুসরণ করেন, তবে বিশ্বের কেনো শক্তি আপনাকে পরাস্ত করতে পারবেন। চিরকাল সত্যের পথে থেকে, ধর্মের পথে থেকে তা দেখিয়ে দিয়ে গিয়েছেন মহারাজ যুধিষ্ঠির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments