মহাভারত থেকে আমরা জানতে পারি, গদাযুদ্ধে উরুভঙ্গের পরে যখন আসন্ন মৃত্যুর জন্য দুর্যোধন অপেক্ষা করছে, তখন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তিনটে আঙুল দেখিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন। কিন্তু মৃত্যু যন্ত্রনায় কাতর দুর্যোধনের সেই কথা ভগবান কৃষ্ণ ছাড়া কেউই বুঝতে পারে নি । পান্ডবেরা শুধু তাকিয়েই ছিল! তারা ভগবান কৃষ্ণের কাছে জানতে চান যে দুর্যোধন তাঁকে কি বলল? কৃষ্ণ বলেন, দুর্যোধন আমাকে বলে,
“হে বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমাকে চিনতে দেরি করে ফেলেছি। এখন আমার তিনটে সব থেকে বড়ো ভুল মনে পড়ছে।”
দুর্যোধন বলেন, হে বাসুদেব,আমার প্রথম ভুল এটা ছিল যে, আমি আপনি ও আপনার নারায়ণী সেনার মধ্যে পার্থক্য বুঝতে পারিনি।আমি যুদ্ধে জেতার লোভে নারায়ণী সেনাকে বেছে নিয়েছিলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল ছিল।
হে বাসুদেব,আমার দ্বিতীয় ভুল এটা ছিল যে আমার মা আমাকে বার বার করে বললেও আপনার কথা শুনে আমি মায়ের কাছে নগ্ন অবস্থায় যায় নি। তাহলে আমার পুরো শরীর লোহার হতো এবং আমি অমর হতাম ও আমায় কেউ মারতে পারত না।
আমার তৃতীয় বড়ো ভুল ছিল এটা যে, আমার কথায় আমার পরম বন্ধু কর্ণ ইন্দ্রের দেওয়া শক্তিবাণ ঘটৎকচকে মারার জন্য ব্যবহার করেছিল। কর্ণের এই শক্তিবাণ অর্জুনকে মারার জন্য ব্যবহার করার কথা ছিল।
এই তিনটি ভুলের জন্যই আমি এই যুদ্ধে হেরে গেছি।