Sunday, November 10, 2024
Homeখবরপুরান সংবাদ- শিব পুরানের ১০ নির্দেশ মেনে চলুন - জীবনে সুখ...

- Advertisment -

পুরান সংবাদ- শিব পুরানের ১০ নির্দেশ মেনে চলুন – জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।

 

সদ্য শেষ হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। শিব পুরানে যেমন আছে শিব মহাত্ম, তেমনই আছে শিবের ১০টি উপদেশ। ভক্তপ্রাণ মানুষ এই উপদেশ মেনেই জীবনের পথে এগিয়ে যায়। এই উপদেশগুলো হলো –

১) যা উপার্জন করবে তার একভাগ ভোগ করবে, এক ভাগ সঞ্চায় করবে ও এক ভাগ ধর্মে-কর্মে ব্যবহার করবে।
২) এই পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনও কথাও বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়।
৩) শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়।
৪) সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের। এই সময় শিব ভ্রমণ করেন। এই সময় কটূ বচন বলে, কলহ ও রাগ করতে নেই।
৫) সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম।
৬) যে কোনো কাজ করার সময় নিষ্কাম কর্মের কথা মাথায় রাখতে হবে।
৭) মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনও দুঃখ নেই। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে তাই তাঁর অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত।
৮) সংসারে প্রত্যেকেই কোনও না-কোনও বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয়। মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায়।
৯) ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করার পরামর্শ দেয় শিব পুরাণ।
১০) শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ, দ্বেষ, ঈর্ষা, বৈমনস্য, অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে, ততক্ষণ সে পশুর অংশ। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments