Wednesday, March 19, 2025
Homeখবরধর্মকথা- পাকিস্তানে বিখ্যাত হিন্দু মন্দির

- Advertisment -

ধর্মকথা- পাকিস্তানে বিখ্যাত হিন্দু মন্দির

 

১৯৪৭ সাল পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলিয়েই ছিল এখন্ড ভারত। তারপরে তৈরী হয় আলাদা রাষ্ট্র – পাকিস্তান। পাকিস্তানে মূলত ইসলামে বিশ্বাসী মানুষজন বাস করলেও, সেখানে মন্দির ব্রাত্য নয়। কারণ সেই দেশের নানা জায়গায় রয়েছে চোখ ধাঁধানো মন্দির। সেগুলো দেখলে চমকে উঠবেন আপনি নিজেও। তাই আজ আমরা এই প্রতিবেদনে পাকিস্তানের বিশেষ কিছু হিন্দু মন্দির সম্পর্কে বলতে চলেছি।

১) শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দির –
পাকিস্তানের করাচিতে নির্মিত শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দিরটি খুবই অনন্য। বহু বছরের পুরনো এই মন্দিরটি আকারে খুব বড় এবং স্থাপত্যও সুন্দর। মন্দিরের আয়তন দেখেই এ কথা আন্দাজ করা যায়, এটি নির্মাণে কত সময় লেগেছে। শোনা যায় যে, এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৩ বছর।

২) শিব মন্দির – পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত শিব মন্দিরের ইতিহাসও অনেক পুরনো। ভারত ও পাকিস্তান বিভক্তির কারণে এই মন্দিরে ভক্তের সংখ্যা অনেক কমে যায়। ফলে এই মন্দির এখন অনেক বেশি শান্ত ও নির্জন।

৪) গোরক্ষনাথ মন্দির – গোরক্ষনাথ মন্দিরও পাকিস্তানের অন্যতম বিখ্যাত মন্দির। দেশে বসবাস করে এমন বেশ কিছু মানুষ আবার গোরক্ষনাথ দেবতার ভক্ত। সেই গোরক্ষনাথ দেবতার ভক্তরা মন্দিরে দর্শনের জন্য আসেন।

৫) কাটাস রাজ মন্দির – পাকিস্তানের পাঞ্জাবের চকওয়াল জেলায় নির্মিত কাটাস রাজ মন্দিরটি বিশেষ কারণ ১১২ জন ভারতীয় তীর্থযাত্রী এখানে দেখার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছিল। কয়েক বছর আগে নির্মিত এই মন্দিরের সঙ্গে সম্পর্কিত পান্ডবদের নানা গল্প বেশ বিখ্যাত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments