বাস্তুশাস্ত্র ভারতের যথেষ্ট প্রাচীন এক শাস্ত্র। অনেকে বলেন, চিনের ‘ফেনসুই’ থেকেও বহু আগে ভারতের বাস্তুশস্ত্র প্রচলিত। বাস্তুশাস্ত্র না জানা মানুষের অনেকের কাছে এটা হয়তো অবৈজ্ঞানিক। কিন্তু বাস্তুর আবার নিজস্ব কিছু যুক্তি আছে, যেগুলি অত্যন্ত জরুরি। যেমন, ঠাকুরঘর। পুজোপাঠের গুরুত্ব সব ধর্মের মানুষের কাছেই গুরুত্বপূর্ণ। জীবনের নানা ওঠাপড়া, সমস্যা থেকে মুক্তিলাভ, সার্বিক উন্নতি— সব কিছুর জন্য আমরা নিজের নিজের দেবতার উপর নির্ভরশীল, দেবতার আরাধনা করি। তার জন্যই বাড়িতে ঠাকুরঘর বানানো অতি আবশ্যক। এবং সেই ঠাকুরঘর বাড়ির সঠিক দিকে থাকা উচিত।
বাস্তুশাস্ত্র মতে, নতুন বাড়ি বানাচ্ছেন? ফ্ল্যাট কিনেছেন? নতুন করে ভাড়াবাড়িতে উঠেছেন? যেটাই হোক, প্রত্যেক গৃহস্থ বাড়িতে ঠাকুরঘর থাকেই। কিন্তু জানেন কি, বাস্তু মতে ঠাকুর ঘর বাড়ির ঠিক কোন দিকে হওয়া দরকার? যাতে পুজোর প্রভাব সব চেয়ে বেশি ইতিবাচক ভাবে সেই সংসারের উপর পড়ে! পুজোর জন্য সঠিক দিক হল, উত্তর-পূর্ব কোণ। পরিভাষায়, ঈশান কোণ। ওই দিককার অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি। ফলতঃ, পুজোপাঠের জন্য বাড়ির উত্তর-পূর্ব দিকে ঘর বানানো সবচেয়ে সঠিক। কথায় আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তাই বাস্তু কেনে পুজোগৃহ নির্মাণ করুন, বাড়িতে সুখ ও শান্তি আসবে।