Sunday, November 3, 2024
Homeখবরবিজ্ঞান খবর- আত্যাধুনিক দুষণমুক্ত জল পরিবহনের যান উদ্ভাবন করলেন সিএমইআরআই

- Advertisment -

বিজ্ঞান খবর- আত্যাধুনিক দুষণমুক্ত জল পরিবহনের যান উদ্ভাবন করলেন সিএমইআরআই

 

বর্তমানে মানুষের সামনে বায়ু দূষণ একটা অন্যতম দূষণ। সেই কারণেই তেল কম পোড়ে বা পোড়ে না এমন যানবাহনের দিকে নজর দিয়েছে পরিবেশ বিজ্ঞানীরা। সাধারণত জল পরিবহনের স্টিমার, লঞ্চ বা নৌকো ডিজেল চালিত। এতে যথেষ্ট পরিমানে বায়ু দূষণ ঘটে। সেই দিকে লক্ষ রেখেই দূষণমুক্ত জলপথ পরিবহনের জন্য বড় কাজ করে ফেলল দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিএমইআরআই। সিএসআইআর সিএমইআরআই দুর্গাপুর তৈরি করে ফেলেছে সৌরবিদ্যুৎ চালিত ইলেকট্রিক বোট। যা জলপথে পরিবহন দূষণমুক্ত করবে। ডিজেল চালিত বোটগুলির পরিবর্তে এই বোটের ব্যবহার কমাবে বায়ুদূষণ। এই আবিষ্কার ভবিষ্যতে দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার একটা বড়ো পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই যান। তাতে ভালো সাফল্য এসেছে বলেই জানানো হয়েছে।
ইতিমধ্যেই সিএমইআরআই এর তৈরি এই পরিবেশবান্ধব বোটের সফল প্রদর্শন করা হয়েছে। সৌরবিদ্যুৎ চালিত এই ইলেকট্রিক বোটে বসতে পারবেন ১৬ জন সাধারণ যাত্রী। তাছাড়াও দু’জন ক্রু মেম্বারের জায়গা রয়েছে এখানে। সংস্থার তরফে জানানো হয়েছে, এটি টুইন হাল ক্যাটামারান ধর্মীয় একটি বোট। যা সম্পূর্ণরূপে সাসটেনেবল এবং ইকো ফ্রেন্ডলি জলপথ পরিবহনের একটি মাধ্যম। যা জ্বালানি তেল ব্যবহারে পরিবেশ দূষণের মাত্রা অনেক কমাবে। তবে এই মুহূর্তে তা ছোট নদী, দীঘি বা জলাশয়ে চালানো হবে। জোয়ার-ভাটা খেলে বা বেশি স্রোত আছে এমন জায়গায় এখুনি তা চালানো হচ্ছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments