Thursday, March 27, 2025
Homeখবরবিজ্ঞান খবর- আট দিনের জায়গায় আট মাস পরে পৃথিবীতে ফিরতে চলেছেন...

- Advertisment -

বিজ্ঞান খবর- আট দিনের জায়গায় আট মাস পরে পৃথিবীতে ফিরতে চলেছেন দুই মহাকাশচারী

 

খুবই মর্মান্তিক খবর যে দুই মহাকাশচারী বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস যান্ত্রিক গোলযোগে ফেঁসে গেছেন মহাকাশে। দীর্ঘ প্রায় দুই মাস ধরে মহাকাশেই আটকে রয়েছেন তাঁরা। শনিবার নাসার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হল যে দুই মহাকাশচারীকে বাদ দিয়েই পৃথিবীতে ফিরে আসবে স্টারলাইনার (Starliner) স্পেসক্রাফ্ট। তবে তারা জানান অচিরেই ওই দুই মহাকাশচারীকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছেন। নাসার তরফে জানানো হয়েছে, মহাকাশ থেকে ফাঁকাই ফিরিয়ে আনা হচ্ছে বোয়িং স্টারলাইনার মহাকাশযানকে। আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসা জানিয়েছে, বোয়িং সংস্থার যে মহাকাশযান স্টারলাইনার পাঠানো হয়েছে, তার প্রপালশনে কিছু সমস্যা দেখা দিয়েছে। মহাকাশ যাত্রার সময়ই ২৮টি থাস্টারের মধ্যে ৫টি ফেইল করে এবং হিলিয়াম গ্যাস লিক করে যায়, যা মহাকাশযানের ভারসাম্য বজায় রাখছিল। দুই মহাকাশচারীকে নিয়ে ফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কারণেই পৃথিবীতে ফাঁকা মহাকাশযানই ফিরিয়ে আনা হবে। তবে তারা সমস্ত বিষয়ের উপর গভীর নজর রেখেছে।

নাসা সূত্রে জানা গেছে, সুনীতা ও বুচ-দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-কে। আগামী বছর ফেব্রুয়ারিতে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল পাঠাবে, যাতে চেপে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। সবকিছু ঠিক থাকলে আট মাস পরে ওই দুই মহাকাশচারী আবার পৃথিবীর আলো দেখবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments