আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতে এনআইএ অভিযান।সূত্রের খবর মঙ্গলবার ভোর থেকে ঠিকা শ্রমিক অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।সুদীপ্তা পাল একটি ভাড়া বাড়িতে থাকতেন।তবে কি কারণে এই অভিযান তা এখনও জানা যায়নি।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
বাড়ির মালিক সুভাষ ভান্ডারি বলেন, অফিসাররা এসেছেন, ল্যাপটপ, কাগজপত্র খতিয়ে দেখছেন। এর থেকে বেশি এখন কিছু বলতে পারছিনা ।