Sunday, November 3, 2024
HomeখবরAI তথ্য অনুযায়ী দিল্লি, মুম্বইয়ের মতো কলকাতাও এখন মহিলাদের জন্য সুরক্ষিত নয়

- Advertisment -

AI তথ্য অনুযায়ী দিল্লি, মুম্বইয়ের মতো কলকাতাও এখন মহিলাদের জন্য সুরক্ষিত নয়

 

এই মুহূর্তে ভারতের সবচেয়ে জ্বলন্ত সমস্যা ‘নারী সুরক্ষা’। আর জি কর কাণ্ডের পরে আবার সেই প্রশ্ন ফিরে এসেছে। সত্যিই কি আমাদের দেশের নারীরা সুরক্ষিত? উত্তর -‘না।’ আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হোক বা দিল্লির নির্ভয়া মামলা, নারী নির্যাতনের বীভৎসতা বারবার চমকে দেয়৷ মেয়েদের সুরক্ষা চলে আসে স্ক্যানারের নিচে৷ এই একটি-দুটি বিছিন্ন রেপের ঘটনাই নয় দেশে মহিলা সুরক্ষা তলানিতে ঠেকেছে৷ আমাদের দেশে প্রতি ২০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন, এমন ঘটনার পর দেশে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এক বিখ্যাত সংস্থা এআই-র সাহায্যে জানার চেষ্টা করেছি দেশের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ ৪টি শহর কোনটি। খুব খেদের সঙ্গে স্বীকার করতেই হবে তারমধ্যে কলকাতা নেই।
নারী সুরক্ষা নির্ভর করে বেশ কিছু অবস্থা ও ব্যবস্থার উপর।

সব দিক বিবেচনা করে AI জানাচ্ছে, ভারতের ৪টি নারী সুরক্ষা শহর হলো –

১) বেঙ্গালুরু, কর্নাটক – বেঙ্গালুরুকে দেশের অন্য যে কোনও শহরের তুলনায় নিরাপদ শহর হিসেবে বিবেচনা করা হয়, যেখানে এর কসমোপলিটান সংস্কৃতি, আইটি কোম্পানির হাব এবং পেশাদার পরিবেশ মহিলাদের নিরাপত্তার জন্য অনুকূল।

২) চেন্নাই, তামিলনাড়ু – চেন্নাইয়ের নিরাপত্তা এবং অপেক্ষাকৃত রক্ষণশীল সংস্কৃতির কারণে নিরাপদ বলে মনে করা হয়। এখানে বাস এবং মেট্রোতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে এবং অপরাধের হারও অন্যান্য শহরের তুলনায় কম।

৩) হায়দরাবাদ, তেলেঙ্গানা – হায়দরাবাদে মহিলাদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন বিশেষ পুলিশ ইউনিট,নিরাপদ পাবলিক বাস-মেট্রো এবং ট্যাক্সি-অটোগুলি শহরে মহিলাদের সুরক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ পুলিশ ও প্রশাসনের হাতে নেওয়া হয়েছে।

৪) আহমেদাবাদ, গুজরাত- আহমেদাবাদকে মহিলাদের জন্য একটি নিরাপদ শহর হিসাবে বিবেচনা করা হয়। এখানে অপরাধের হার দেশের অন্যান্য শহরের তুলনায় তুলনামূলকভাবে কম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments