Saturday, April 19, 2025
Homeখবরনেতাজির ১২৮তম জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

- Advertisment -

নেতাজির ১২৮তম জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

 

দেশের বিভিন্ন প্রান্তে আজ ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জ্ঞাপন করেন দেশনায়ক নেতাজিকে। তিনি বলেন, “বীরত্ব ও দৃঢ়তার প্রতীক ছিলেন সুভাষ চন্দ্র বসু। তাঁর অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অপূর্ব।” নেতাজি সুভাষ চন্দ্র বসুর(Netaji) জন্মদিন উপলক্ষে আজকের দিনটি ভাততে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হয় । যা ২০২১ সাল থেকে শুরু হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি অবিভক্ত বাংলার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন সুভাষ চন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে তাঁর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। সুভাষ চন্দ্র বসু তখন একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ার পক্ষে ছিলেন। যা ভারতীয় জনগণকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল। এ কারণে তিনি কংগ্রেসের মূল ধারার নেতৃত্ব থেকে সরে আসেন এবং “আজাদ হিন্দ ফৌজ” প্রতিষ্ঠা করেন। তারপরে দেশের স্বাধীনতার জন্য তাঁর নিরলস প্রচেষ্টা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

তাঁর বিশ্বাস ছিল যে, ভারতের স্বাধীনতা কেবলমাত্র অহিংস আন্দোলন দ্বারা সম্ভব নয়, বরং শক্তি ও শক্তিশালী সামরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তব্যে বলেছেন, “সুভাষ চন্দ্র বসুর দৃষ্টিভঙ্গি আজও আমাদের অনুপ্রাণিত করে, আমরা সেই ভারত গড়ার কাজ করছি যার স্বপ্ন তিনি দেখেছিলেন। তাঁর সংগ্রাম ও আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।” সুভাষ চন্দ্র বসুর কর্মমুখী জীবন এবং তাঁর অটুট সাহসী নেতৃত্ব আজও আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে রেখেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments