নবি হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনটি ইদ মিলাদ-উন-নবি হিসাবে পালন করেন। অনেকে আবার এই দিনটিকে নবি দিবস হিসাবে পালন করে থাকেন। নবির জন্মদিন নামেও এই দিনটি পরিচিত।
ইসলামের শেষ নবি বা বার্তাবাহক ও রাসুল ছিলেন হজরত মহম্মদ। তাঁর প্রতি সম্মান প্রদর্শনের এই দিনটি সারাদেশের সাথে সাথে রাজ্যেও পালন করে থাকেন মুসলিম সম্প্রদায়। সে মতে আজ সোমবার সকাল দশটার সময় বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরে মিছিল করে নবী দিবস পালন করলেন মুসলিম সম্প্রদায়।