জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলের ভেতরে ঢুকে পড়ল বিষাক্ত একটি সাপ। রাত তিনটা নাগাদ এক ছাত্র বাথরুম থেকে বের হওয়ার সময় সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জলপাইগুড়ি গভর্মেন্ট ইন্জিনিয়ারিং কলেজের তিন নম্বর হোস্টেলের ভেতরে সাপ ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। ছাত্ররা জানান, দীর্ঘক্ষণ ধরে হোস্টেলের বারান্দায় ঘুরে বেড়াচ্ছিল বিষাক্ত ওই সাপ। প্রথমে দেখা এক ছাত্রের চিৎকারে গোটা হোস্টেলের ছাত্রদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে ছাত্রদের আতঙ্ক মুক্ত করেন স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ির সদস্যরা। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস বলেন, উদ্ধার হওয়া সাপটি বিষাক্ত শঙ্খিনী প্রজাতির। বনদপ্তরকে জানিয়ে সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।