মহালয়ার আগেই পোড়ানো হল বিপুল সংখ্যক শব্দ বাজি। তবে সবই ছিল বেআইনি ও নিষিদ্ধ শব্দ বাজি। জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
দমকল বাহিনীর সহায়তা নিয়ে নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হল সেই সব শব্দ বাজি।
তিস্তা ও করলা নদীর সংযোগস্থলে একেবারে নির্জন জায়গায় জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে বিপুল পরিমাণ এই শব্দ বাজি পুড়িয়ে নষ্ট করা হল। এদিন জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিততে শব্দবাজি গুলি পোড়ানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মহালয়ার সময় বিক্রির জন্য বিভিন্ন গোডাউনে মজুত করা হয়েছিল নিষিদ্ধ এই শব্দ বাজি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এগুলো। শেষে প্রশাসনিক নিয়ম মেনে সমস্ত নিষিদ্ধ শব্দ বাজি নিষ্ক্রিয় করা হয়।