তিরুপতি মন্দিরের অন্যতম প্রসাদ ঘি দিয়ে তৈরী লাড্ডু। সেই প্রসাদ নিয়েই তৈরী হয়েছে বিতর্ক। বুধবার চন্দ্রবাবু নায়ডু অভিযোগ করেন, জগনমোহন রেড্ডির শাসনকালে বিখ্যাত তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে গরুর চর্বির সঙ্গে ব্যবহার করা হত মাছের তেল। তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে খাঁটি ঘি দিয়ে তৈরি করা হচ্ছে লাড্ডু। চন্দ্রবাবুর এই অভিযোগের পরেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। ওয়াইএসআর কংগ্রেসের তরফে দাবি করা হয় মিথ্যা কথা বলে বিদ্বেষ মেটাতে চাইছে চন্দ্রবাবু নায়ডু। সেই বিতর্ক সমানে চলেছে।
চন্দ্রবাবু নায়ড়ুর এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। কিন্ত, টেস্ট রিপোর্ট প্রকাশ্যেই আসতেই চন্দ্রবাবু নায়ড়ুর অভিযোগই মান্যতা পেল। পুরনো লাড্ডু পরীক্ষা করে দেখা গেল তাতে গরুর চর্বি ও মাছের তেল ছাড়াও রয়েছে পাম তেল। যদিও জগমোহন রেড্ডির এই কথার প্রতিবাদ করেছেন তার সকলেই। সাংসদ সুব্বা রেড্ডি টুইট করে দাবি করেন, ‘তিরুমালা মন্দিরে প্রসাদ সম্পর্কে বিদ্বেষপূর্ণ অভিযোগ করে রাজ্যের মানুষের মধ্যে তাঁদের দল সম্পর্কে মিথ্যা ধারণা ছড়াতে চাইছেন চন্দ্রবাবু নায়ডু। কেউই এই ধরনের অভিযোগ করবেন না।” আবার এর বিরোধিতা করে চন্দ্রবাবু পন্থী নারা লোকেশ লেখেন, ”জগনমোহন রেড্ডির সরকার তিরুপতির বিখ্যাত লাড্ডু প্রসাদমে ঘি-র পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছিল জানতে পারে আমি হতবাক হয়ে গেছি।” সবটা মিলিয়ে এবার পবিত্র লাড্ডু নিয়ে নয়া বিতর্কে মেটে উঠেছে অন্ধ্রপ্রদেশ।