বাঙালির সেরা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। আর তারই সাথে তাল মিলিয়ে কলকাতার সায়েন্স সিটির পাশে বিশ্ব বাংলা প্রাঙ্গণে আজ থেকে ৫ দিনের বেঙ্গল শপিং মেলা শুরু হলো।শেষ হবে ২৪ শে সেপ্টেম্বর। এদিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ আরো অনেকে। এই মেলাতে জি আই প্রাপ্ত জয়নগরের মোয়া সহ সব ধরনের খাদ্য এবং বিভিন্ন ধরনের জিনিস জায়গা পেয়েছে।মোট ২৫০ টি স্টল আছে এখানে। মূলত শিল্পের প্রসার ঘটাতে এই উদ্যোগ।