আর জি কর কাণ্ডের নির্মম ও মর্মান্তিক কান্ড নিয়ে উত্তাল কলকাতা। উত্তাল সারা বাংলা। সর্বস্তরের মানুষ প্রতিবাদে নেমেছেন রাস্তায়। এই পরিস্থিতিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র আনলেন তাঁর ব্যক্তি জীবনের যৌন হেনস্থার অভিজ্ঞতা। শ্রীলেখা মিত্র সম্প্রতি বর্ষীয়ান মালায়লি পরিচালক তথা কেরলের চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান রণজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন।
অভিনেত্রী জানিয়েছেন, রণজিৎ পরিচালিত ‘পালেরি মানিক্যম: অরু পাথিরাকোলাপথাকাথিনতে কথা’ ছবিতে কাজ করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন যখন, তখনই এই ঘটনা ঘটে। হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর শ্রীলেখা তাঁর সঙ্গে হওয়া এই ঘটনার কথা প্রকাশ্যে আনলেন।
তিনি বলেন, কোচি পৌঁছিয়ে তিনি সকালে রণজিতের সঙ্গে দেখা করেন। তাঁর এবং মামুতির সঙ্গে কাজ করার জন্য উদগ্রীব হয়েছিলেন। কিন্তু সেদিন বিকেলেই অভিনেত্রীকে যখন প্রযোজক এবং ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে দেখা করানোর জন্য হোটেলে ডাকা হয় তখনই প্রথমে তাঁর চুরি নিয়ে খেলতে শুরু করেন রণজিৎ। এরপর ঘাড়ে হাত দেন, চুল সরাতে যান। তখনই কোনও মতে সেখান থেকে বেরিয়ে আসেন শ্রীলেখা। এবং নিজের ঘরে ফিরে এসে অত্যন্ত ভয়ে রাত কাটিয়ে সকালে কোনোভাবে ফিরও আসেন কলকাতায়। যদিও বর্ষীয়ান মালায়লি পরিচালক তথা কেরলের চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান রণজিত সবটাই অস্বীকার করে বলেন, ওকে কোনো রোল দেওয়া হয় নি বলেই ও মিথ্যা অভিযোগ আনে।