‘সন্দীপ ঘোষ’ নামটা বাংলার কলঙ্কের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর এর ফল ভোগ করতে হচ্ছে অনেক মানুষকে। এমনই এক ঘটনায় প্রবল বিরক্ত পানিহাটির একজন বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। বন্ধু- বান্ধব থেকে আত্মীয় এবং প্রতিবেশীরা সবাই ট্রোল করছেন আর,জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিয়ে। তিনি থাকেন পানিহাটিতে। তিনি এক জন বাচিকশিল্পী। এতদিন জীবন ছিল সুখের। কিন্তু আরজি কর কাণ্ডের পর থেকে তিনি পড়েছেন মারাত্মক বিড়ম্বনায়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার সকলেই। এর মধ্যে আবার যাঁদের নাম সন্দীপ ঘোষ, তাঁরাও পড়েছেন নাম বিড়ম্বনায়। সেরকমই হলেন পানিহাটির বাচিক শিল্পী সন্দীপ ঘোষের। তিনি বিরক্ত হয়ে লিখলেন,’আমি আরজি করের প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ নই…’।
তিনি যে সেই সন্দীপ ঘোষ নন, এটা তাঁর বোঝাতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে। আবার অনেকে এসে তাঁর সামাজিক মাধ্যমের পেজেও এসে পোস্ট করে যাচ্ছেন। মাঝেমধ্যে মানসিকভাবে ভেঙেও পড়ছেন সন্দীপ ঘোষ। সন্দীপের মা বলেন, “নামটা আগে থেকেই রাখা হয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই। আগে জানলে এই নাম কে রাখত! এখন তো শুভ নামই বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে।” তবে এটা নিয়ে রসিকতাও করছে অনেকে। সন্দীপ কিছুটা বিড়ম্বিত হয়েই বলেন,’কেন যে আমার নামটা সন্দীপ রাখা হলো?’