নানা টাল-বাহানা কাটিয়ে অবশেষে ইউনুস সরকার পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে পদ্মার ইলিশ। ঠিক পুজোর আগে এই রুপোলি শস্যর জন্য অপেক্ষা করেন আপামর খাদ্যরসিক বাঙালি। সরকারি সূত্রে জানা যাচ্ছে, বুধবার ২৫ সেপ্টেম্বর ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত। মোট ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ইলিশভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে। সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। তার পরেই তা ছড়িয়ে পড়বে অন্যান্য বাজারে।
আশাকরা যায়,আগামী শনিবারের মধ্যে রাজ্যের প্রায় সব মাছের পাইকারি বাজারে বিক্রি হবে ইলিশ। বাংলাদেশের রপ্তানিকারক সংস্থার পক্ষ থেকে ইব্রাহিম হালসনা বলেন, ইলিশের প্রথম চালান বৃহস্পতিবার সকালে এখান থেকে ছেড়ে যাবে। তবে প্রশ্ন উঠেছে, দাম নিয়ে। জানা যাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশের রপ্তানি সংস্থাগুলো দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিক কারণেই রাজ্যের বাজারেও ইলিশের দাম অনেকটাই বাড়তে চলেছে বলে ব্যবসায়ীদের ধারণা।
উৎসবের মরসুমে বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ পৌঁছত। পূর্বতন হাসিনা সরকার একে বলত, ‘সৌজন্যের ইলিশ’। কিন্তু হাসিনা সরকারের পতনের পরে সেই সৌজন্য আর ততটা নেই। ফলে তৈরী হয়েছিল বিতর্ক। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ।