Tuesday, January 21, 2025
Homeখবরস্বচ্ছ ভারত অভিযানের দশ বছর পূর্তি - বর্ণাঢ্য অনুষ্ঠান হলো মেদিনীপুর ফিল্ড...

- Advertisment -

স্বচ্ছ ভারত অভিযানের দশ বছর পূর্তি – বর্ণাঢ্য অনুষ্ঠান হলো মেদিনীপুর ফিল্ড অফসে

 

‘স্বচ্ছ ভারণ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক প্ৰিয় শ্লোগান। এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি দেশকে আক্ষরিক অর্থেই পরিষ্কার করার বার্তা দিয়েছেন। এ বছর এই প্রকল্পের দশ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষেই হাওড়ার নিবরায় জুলিয়ন ডে স্কুলের সহযোগিতায় হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিল লরেটো স্কুল শিয়ালদহ, জুলিয়ান ডে কল্যাণী, গঙ্গানগর ও কলকাতা শাখার ছাত্রছাত্রীরা। পরিবেশকে পরিষ্কার রাখার বার্তা নিয়ে সকলেই নিজেদের মতো করে মানুষকে বার্তা দেন।জাতির জনক মহাত্মা গান্ধীর নামে স্বচ্ছ পরিবেশ রক্ষার শপথ নেন উপস্থিত সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

স্বচ্ছ ভারত প্রকল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ‘পরিবেশ’। পরিবেশকে দূষণ মুক্ত করতে না পারলে দেশ কখনোই স্বচ্ছ হবে না। সেই পরিবেশ সচেতনতার কথা বলে ,মায়ের নামে একটি গাছ লাগানোর বার্তা দিতে আগত ছাত্রছাত্রীদের সঙ্গে বৃক্ষরোপন করেন ফিল্ড পাবলিসিটি অফিসার, সিবিসি মেদিনীপুর শ্রী সুদীপ্ত বিশ্বাস। ‘স্বচ্ছ পরিবেশ ও সবার দায়িত্ব পালন’ – এই বিষয়ের উপর পত্র রচনা ও পোস্টার, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় প্রচুর ছাত্র ছাত্রী অংশ নেয়। ব্যাপক উন্মাদনা ছিল সকলর মধ্যে।

এবছর ভারত সরকার সমস্ত সাফাই মিত্রদের সম্বর্ধনা দেওয়ার ওপর বিশেষ নজর দিয়েছেন। তাই এদিনের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের হাতেই সম্বর্ধিত হন সমস্ত সাফাই মিত্ররা। দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশের নানান তথ্যচিত্র দেখিয়ে বর্জ্য পদার্থ বিভাজন ও সঠিক প্রক্রিয়াকরন কিভাবে করতে হবে, তা সকলকে হাতে কলমে শিখিয়ে দেন শ্রী সুদীপ্ত বিশ্বাস, ফিল্ড পাবলিসিটি অফিসার, সিবিসি মেদিনীপুর।
এই অনুষ্ঠান থেকেই বিভিন্ন স্কুলের ছাত্র ছত্রীরা এই শিক্ষা নিয়েই বাড়ি ফিরেছে যে শুধুই নিজের ঘর নয়, সমস্ত পরিবেশ পরিষ্কার রাখতে না পারলে সফল হবে না ‘স্বচ্ছ ভারত মিশন’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments