‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি’ বা এসার ক্যামেরায় ধরা পড়েছে এই নতুন আগ্নেয়গিরি। মঙ্গল গ্রহে এই আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা আমাদের এভারেস্টের থেকেও উঁচু। মঙ্গলের এক উচ্চতম আগ্নেয়গিরি সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এসা। এটি মঙ্গল গ্রহের দ্বিতীয় উচ্চতম আগ্নেয়গিরি অ্যাসক্রেয়াস মনস। এর থেকেও উঁচু আগ্নেয়গিরি রয়েছে মঙ্গলে। এর উচ্চতা পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের দ্বিগুণ। এই অ্যাসক্রেয়াস মনসের সন্ধান মঙ্গলের থার্সিস অঞ্চলে পাওয়া গিয়েছে।
লাল গ্রহের থার্সিস অঞ্চলটি পশ্চিম গোলার্ধের একটি আগ্নেয় মালভূমির মধ্যে পড়ে। এর উচ্চতা ১৮ কিলোমিটার। উচ্চতা পরিমাপ করেই দেখা যায়, তা এভারেস্টের দ্বিগুণেরও বেশি। এই আগ্নেয়গিরির একটি বিশাল বেস ব্যাস রয়েছে। বেস ব্যাস প্রায় ৪৮০ কিলোমিটার। এটিকে পৃথিবীর রোমানিয়ার আকারের বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই উচ্চতা দেখায় যে, অ্যাসক্রেয়াস মনসের উচ্চতা মাউন্ট এভারেস্টের চেয়ে বেশি, যার উচ্চতা ২০২০ সালের মার্চ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৮.৮৬ মিটার। এসা টেলিস্কোপে তুলে আনা ছবি পর্যবেক্ষণ করে গবেষণায় এই সিদ্ধান্ত পৌঁছেছে। মঙ্গলে সম্প্রতি উত্তাল নদীর প্রমাণ পেয়েছে নাসার পারসিভারেন্স মার্স রোভার। নাসার পারসিভারেন্স মার্স রোভার চাঁদের এমন সব ছবি তুলে ধরেছে যেখানে রয়েছে অকাট্য প্রমাণ। ফলে লাল গ্রহ সম্পৰ্কে নতুন নতুন তথ্য আসছে আকাশ বিজ্ঞানীদের হাতে।