জাতীয় সংগীত ও জাতীয় পতাকাকে সম্মান করার মধ্যেই থাকে মানুষের জাতীয়তাবোধ। এভাবেই মানুষের মনে জেগে থাকে দেশপ্রেম। সেই জাতীয় পতাকার অবমাননা কেউ মেনে নিতে পারে না। এমনই একটা দুর্ভাগ্যর ঘটনা ঘটে গেলো শনিবার। প্যারিস থেকে হৃদয় জিতে দেশে ফিরেছেন ভিনেশ ফোগাট। শনিবার সকালে দেশে ফিরতেই তাঁকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়। আর সেখানেই বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের আরেক কুস্তিগির বজরং পুনিয়া। দিল্লি বিমানবন্দরে ভিনেশকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া হাতে অপেক্ষা করছিলেন অনেকে। উপস্থিত ছিলেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিকও।
সমস্ত জমায়েত পুলিশ সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন। পদক না এলেও তাঁর জন্য এমন আবেগী অভ্যর্থনা দেখার পরে আর স্থির থাকতে পারেননি ভিনেশ ফোগাট। কেঁদে ফেলেন।
সতীর্থের পাশে দাঁড়াতে গিয়ে বিতর্কে জড়ালেন বজরং। ভিনেশকে যখন গাড়িতে তোলা হয়, তখন সামনে ছিলেন তিনি। সেই সময় তাঁর দাঁড়িয়ে থাকার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। কারণ, ভিনেশের জন্য গাড়ির সামনে যে ব্যানার লাগানো ছিল, সেখানে ছিল দেশের জাতীয় পতাকা। জুতো পরে সেই ব্যানারের উপরেই দাঁড়িয়ে পড়েন বজরং। এমন ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ। তারা ভাবতেই পারছেন না এটাও কারোর পক্ষে করা সম্ভব!
এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অলিম্পিক পদকজয়ী পুনিয়া।