একেই বলে, ‘যত দোষ নন্দ ঘোষ।’ পাকিস্তান প্রথম টেস্টে বাংলাদেশের কাছে পারজিত হয়েছে। এখানে আবার ‘ভারত’ আসলো কোথা থেকে? কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজকে তা কে বোঝাবে? পাকিস্তানের হারের নেপথ্যে ভারতের ভূমিকা খুঁজে পেলেন প্রাক্তন পাক তারকা রামিজ রাজা। তাঁর কথায়, পাকিস্তান বোলিংয়ের এমন হতশ্রী দশার জন্য ভারতের হাত রয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪০০-র উপর রান করেও হার মানতে হয়েছে। প্রশ্ন উঠছে প্রথম ইনিংসে ৪৪৮ রানে ডিক্লেয়ার করে দেওয়াই বুমেরাং হল পাকিস্তানের জন্য? যেহেতু তখনও তাঁদের ৪ উইকেট হাতে ছিল এবং মহম্মদ রিজওয়ান ব্যাট করছিলেন, ফলে আরও বড় রানের দিকে এগোতেই পারত পাকিস্তান। এমনকী ডিক্লেয়ার দেওয়ার পর রীতিমতো অসন্তুষ্ট হয়েছিলেন রিজওয়ান। এই পর্যন্ত ছিল খেলার কথা। তারপর?
তারপরে হঠাৎ তিনি বলেন, এই হারের পিছনে ভারতের হাত আছে। প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হারতে হল পাকিস্তানকে। তার পর থেকেই প্রবল সমালোচনার মুখে গোটা পাক দল। সেই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন রামিজ রাজা। তাঁর কথায়, পাকিস্তানের দল নির্বাচনেই গলদ ছিল। ক্রিকেটার আত্মবিশ্বাস একেবারে তলানিতে। কেন? রামিজের মতে, “এশিয়া কাপে পেস সহায়ক উইকেটে যেভাবে ভারতীয় ব্যাটাররা পাক বোলিং লাইন আপ নিয়ে ছিনিমিনি খেলেছে, তখন থেকেই পাকিস্তানের দুর্দশা শুরু হয়েছে।” কিন্তু প্রশ্ন, এর মধ্যে ভারতকে আবার টানা কেন? এটাই যে পাকিস্তান। ভারতকে না টেনে তাদের উপায় নেই যে!