Sunday, October 13, 2024
Homeখবররেফারিং নিয়ে মাঠে নতুন প্রযুক্তি আনতে চলেছে IFA

- Advertisment -

রেফারিং নিয়ে মাঠে নতুন প্রযুক্তি আনতে চলেছে IFA

 

বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তার সঙ্গে সংগতি রেখে ভারতও নয়া প্রযুক্তির হাত ধরে এগোতে চাইছে। এবার তাই পরীক্ষামূলকভাবে আসছে চলেছে ফুটবল মাঠে। IFA সূত্রে জানা গেছে, IFA ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ফুটবল মাঠে রেফারিং নিয়ে গবেষণা শুরু হয়েছিল কয়েক মাস আগেই। সেই গবেষণা থেকেই বেরিয়ে এসেছে এক নয়া প্রযুক্তি – যার নাম দেওয়া হয়েছে ‘আর্ট’ অর্থাৎ অ্যাডভান্স রিভিউ টেকনোলজি। বুধবার আইএফএ অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করা হয়। চারমাস ধরে গবেষণার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র-ছাত্রী দের গবেষণালব্ধ এই নতুন প্রযুক্তির সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা তা অনেকাংশে নির্ভুল নির্ণয় করা সম্ভব হবে।

আই এফ এ সচিব অনির্বাণ দত্ত বলেন, কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় এই প্রযুক্তির পরীক্ষা মূলক ব্যবহার করা হবে। এই প্রযুক্তি সফল হলে আগামী দিনে তা অফ সাইড, পেনাল্টির মতো ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তিনি জানান, এই প্রযুক্তি অত্যন্ত কম ব্যয় সাপেক্ষ। ভারতে প্রথম এই ধরনের প্রযুক্তি ফুটবল মাঠে ব্যবহার হতে চলেছে। এতে রেফারির ভুল সিদ্ধান্তর সংখ্যা কমবে। খেলার গতি বাড়বে । যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও ফুটবল সংক্রান্ত এটা প্রথম কাজ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় , সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধার্থ গুপ্ত, সহ উপাচার্য অমিতাভ দত্ত, প্রনবেশ মন্ডল, রাজীব বন্দ্যোপাধ্যায় , আশিস পাল সহ বহু ফুটবল বিশেষজ্ঞ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments