Tuesday, January 21, 2025
Homeখবরখেলার খবর : বোলাররাই ‘স্মার্ট’ ক্যাপ্টেন, এমনটাই মনে করেন জসপ্রীত বুমরা

- Advertisment -

খেলার খবর : বোলাররাই ‘স্মার্ট’ ক্যাপ্টেন, এমনটাই মনে করেন জসপ্রীত বুমরা

 

ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখা যাবে অধিকাংশ ব্যাটসম্যানই দলের ক্যাপ্টেন হয়েছে। সেই তুলনায় বোলার ক্যাপ্টেনের সংখ্যা খুবই কম। এই প্রসঙ্গেই বুমরা নিজের মত অকপটে বললেন, বোলাররাই ‘স্মার্ট’ ক্যাপ্টেন হয়। রোহিত শর্মার পর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি নিয়ে যখনই আলোচনা উঠেছে, নাম এসেছে জসপ্রীত বুমরার। তার কারণও রয়েছে। গত ইংল্যান্ড সফরে টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। টেস্ট ক্রিকেটে একটি মাত্র ম্যাচেই ক্যাপ্টেন্সি করেছেন। ভাইস ক্যাপ্টেন থেকেছেন বেশ কিছু ম্যাচে। শুধু তাই নয়, আয়ারল্যান্ডে টি-টোয়েন্টিতেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট ম্যাচটি ড্র হলেও টি-টোয়েন্টি দুটি জিতেছেন ক্যাপ্টেন বুমরা। স্বাভাবিক কারণে তাঁর অধিনায়ত্ব নিয়ে কথা হচ্ছে। সেই পরিবেশেই তাঁর এই প্রসঙ্গ।

এ কথা ১০০ ভাগ ঠিক যে বিশ্ব ক্রিকেটে বোলার ক্যাপ্টেন খুবই কম দেখা যায়। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেসার প্যাট কামিন্স। বুমরা অবশ্য উদাহরণ টেনেছেন বিশ্বজয়ী দুই ক্যাপ্টেন কপিল দেব এবং ইমরান খানেরও। এক সাক্ষাৎকারে বুমরা বলেন, ‘আমি মনে করি বোলাররা বেশি স্মার্ট হয়। কারণ, ব্যাটারদের তো আউট করতে হয়! বোলারের কাজটা খুবই কঠিন। কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। পাটা পিচ বলে দায় এড়ানো সম্ভব নয়, সামনে থেকে লড়তে হয়। ম্যাচ হারলে বেশির ভাগ ক্ষেত্রে দায় চাপানো হয় বোলারদের উপরই। আমার মনে হয় বোলারদের কাজটা খুবই কঠিন।’ বুমরার কথা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কথার গভীরে একটা সত্য তো আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments