Saturday, March 22, 2025
Homeখবরপূর্ব রেলের শিয়ালদহ বিভাগের চক্ররেল পরিষেবার ৪০ বছর সম্পূর্ণ হচ্ছে

- Advertisment -

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের চক্ররেল পরিষেবার ৪০ বছর সম্পূর্ণ হচ্ছে

 

 

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের চক্ররেল পরিষেবার ৪০ বছর সম্পূর্ণ হচ্ছে। ১৯৮৪ সালে এই চক্ররেল পরিষেবা শুরু হয়। চক্র রেলের পরিকল্পনা করা হয়েছিল কলকাতা শহরে বিদ্যমান পরিবহন প্রতিবন্ধকতাকে সহজ করার লক্ষ্যে। তিনশো বছরের পুরানো এই ঐতিহাসিক শহরে মাত্র ৫ শতাংশ রাস্তা আছে। যানজট এড়াতে রেলওয়ে বোর্ড মাঝেরহাট থেকে টালা পর্যন্ত ১৪ কিলোমিটার রেল সড়ককে সংযুক্ত করার পরিকল্পনা করেছিল।
আশির দশকের গোড়ার দিকে চক্র রেলের নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে, চক্ররেল প্রায় ৪৪ কিমি দূরত্ব জুড়ে একটি বৃত্তাকার রুট গঠন করেছে। দমদম জংশন, বালিগঞ্জ, টালিগঞ্জ, মাঝেরহাট ইত্যাদির মতো প্রধান স্টেশনগুলিকে নিয়ে মোট ২১টি রেলওয়ে স্টেশন রয়েছে এই রুটে।
চক্র রেল যাত্রীবাহী ও পণ্য পরিবহনকারী ট্রেন – উভয় পরিষেবাই প্রদান করে। যাত্রী পরিষেবাগুলির মধ্যে রয়েছে EMU লোকাল, যা এই মহানগরীর পরিবহন চাহিদা পূরণ করে উত্তর ও দক্ষিণ শহরতলিকে সংযুক্তি করণের মাধ্যমে । সার্কুলার রেল কলকাতার পরিবহন নেট ওয়ার্কের এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে, চক্ররেল কর্তৃপক্ষ লক্ষাধিক যাত্রীদের সুবিধার্থে সারাদিনে ২৯টি EMU লোকাল চালায় বলে রেল সূত্রের খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments