Saturday, February 15, 2025
Homeখবরভ্রমণ- পাহাড় ভ্রমণের নতুন ঠিকানা শিলিগুড়ির অদূরেই 'রংটং গ্রাম'

- Advertisment -

ভ্রমণ- পাহাড় ভ্রমণের নতুন ঠিকানা শিলিগুড়ির অদূরেই ‘রংটং গ্রাম’

 

ঘুরে আসুন নতুন অফবিট পাহাড়ি গ্রাম রংটং। চারিদিকে পাহাড় ঘেরা এই গ্রাম দূরে রয়েছে প্রকৃতির স্পর্শ। পাহাড়ের মাঝে পাখির কলতানে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার বসবাসকারী লোকেদের জন্য রংটং হল একটি আদর্শ গন্তব্য। প্রায়শই এই এলাকার কাছাকাছি বসবাসকারী লোকেরা এই জায়গায় বেড়াতে যায়। এমনকি দার্জিলিং এবং পার্শ্ববর্তী পাহাড়ি স্টেশনগুলিতে ভ্রমণের লক্ষ্যে অগণিত দর্শকদের মন আকর্ষণ করেছে এই জায়গাটি। শহর থেকে বিচ্ছিন্ন ছোট্ট এই গ্রামটি শান্তির ঠিকানা হতে পারে। পাখির কলতানি এখানে ঘুম ভাঙবে আপনার। এমন জায়গায় গেলে আপনার মনে হবে আপনি স্বর্গের কাছাকাছি পৌঁছে গেছেন।

একবার গেলেই খুঁজে পাবেন এই গ্রামের প্রকৃতির অনাবিল সৌন্দর্য। শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি এখন সকলের প্রিয় স্থান হয়ে উঠেছে। মূলত বার্ড ওয়াচার্সদের প্রিয় জায়গা এটি। প্রচুর বিদেশী পাখি এই এলাকায় ঘুরতে আসে। পাখি প্রেমীরা তাদের লেন্সের ক্যামেরা বন্দি করতে বারবার ছুটে আসে এই জায়গায়। রংটং স্টেশন থেকে পায়ে হাটা পথে রংটং হোমস্টে রয়েছে। থাকার জন্য অত্যন্ত ভাল জায়গা। এনজিপি স্টেশন থেকে এর দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। হঠাৎ গেলেও পেয়ে যাবেন হোমস্টে। তাই এবার ব্যাগ গুছিয়ে নিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments