Saturday, March 22, 2025
Homeখবরভ্রমণ-    ভ্রমণের নতুন ঠিকানা ডুয়ার্সের 'মৌচুকি গ্রাম' - সবুজের...

- Advertisment -

ভ্রমণ-    ভ্রমণের নতুন ঠিকানা ডুয়ার্সের ‘মৌচুকি গ্রাম’ – সবুজের মৌতাত

 

ডুয়ার্স চিরকাল বাঙালি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজ আমরা ডুয়ার্সের এক নতুন অফবিট গ্রাম আপনাদের সামনে উপস্থিত করছি। এখানে আসলে একেবারে নতুন ডুয়ার্স খুঁজে পাবেন। শহরের ব্যস্ততা থেকে শান্ত নিরিবিলি সবুজের মাঝে নির্জনে সময় কাটাতে বছরের বিভিন্ন সময় ছুটে আসেন পর্যটকরা। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতকাল অথবা বসন্তকালে প্রতি ঋতুতেই রূপ বদলায় অপরূপ ডুয়ার্স। পর্যটকদের কাছে অতি পরিচিত জলদাপাড়া, গরুমারার বাইরেও রয়েছে সুন্দরী ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র তারই একটি হল লালি গুরাস, লাল ঝামেলা বস্তি। জলপাইগুড়ি রোড অথবা নিউ মাল জংশন থেকে থেকে কিছু দূরে এই লাল ঝামেলা বস্তি। কাছেই রয়েছে প্রতিবেশী দেশ ভুটান ।

ডুয়ার্স মানেই আপনার চোখের সামনে সেই অনন্য মূর্তি নদী। মূর্তি নদীর ধারে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই পর্যটনকেন্দ্র। মন ভাল করার একমাত্র ডেস্টিনেশন ডুয়ার্স এক পাশে জঙ্গল, আর পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে নদীর জল। জলপাইগুড়ি থেকে যাওয়ার পথে দু’পাশে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ঘন জঙ্গল, সবুজে সবুজ। আপনার গাড়ি আটকে দাঁড়িয়ে পড়তে পারে বাইসন বা হাতির দল। তখম শুধু ক্যামেরা সচল থাকবে। এখন থেকেও পাবেন ‘গোরুমারা’ জঙ্গল সাফারি।

একেবারে ভুটান সীমান্ত ঘেঁষা একাধিক গ্রামে ঘুরে আসতে পারেন।এক পাশে পাহাড়, এক পাশে ডুয়ার্সের সবুজে সবুজ প্রান্তর। দুইয়েরই মিলনস্থলে নেওয়া নদীর ধারে রয়েছে মৌচুকি গ্রাম। ইচ্ছে হলে সেখানেও যেতে পারেন। যারা ডুয়ার্সের শান্ত নিরিবিল পরিবেশে সময় কাটিয়ে গেছে তাঁরা পুনরায় আসার জন্য অপেক্ষা করেন।

যাওয়া ও থাকা – জলপাইগুঁড়ি বা মাল স্টেশনে পৌঁছে ভাড়া গাড়ি নিয়ে নিন। যদি এই গ্রামে থাকতে চান,পাবেন একাধিক হোমস্টে। হোমস্টেগুলোর আতিথেয়তা আপনার চিরকাল মনে থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments