Friday, January 17, 2025
Homeখবরভ্রমণ- শরতের আগেই জলপাইগুড়িতে এসে গেছে শরতের আকাশ

- Advertisment -

ভ্রমণ- শরতের আগেই জলপাইগুড়িতে এসে গেছে শরতের আকাশ

 

কাঞ্চন জঙ্ঘা দেখার জন্য মানুষ প্রতি বছর ছুটে যান উত্তরে। শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে ছোটে মানুষ। তবে প্রতি বছরই জলপাইগুড়িতে শরতের আকাশ যখন পরিষ্কার হয়ে ওঠে, তখন একটু উপড়ে উঠলেই স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এবার ইতিমধ্যেই জলপাইগুড়িতে উঁকি মারা শুরু করেছে কাঞ্চনজঙ্ঘা। প্রতিবছরই এই ছবি জলপাইগুড়ির রোড স্টেশন বা বিভিন্ন ছাদ বাড়ির উঁচু জায়গায় দাঁড়ালেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার একটু দর্শন পেতে দূর দূরের মানুষ ছুটে আসে এখানে। বাড়ি থেকে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন যে ডুয়ার্স বাসীর বাড়তি পাওনা তা বলার অপেক্ষা রাখে না। শরতের আগমনে জলপাইগুড়ির আকাশে ভাসছে মেঘ সেই মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু শরতের আগেই কাঞ্চনজঙ্গার দেখা মিলবে কেউ ভাবতেই পারেন নি। উদ্বেলিত পর্যটকেরা।

একটু উঁচু জায়গায় উঠলেই দেখা মিলছে ছাদ থেকে চকচকে কাঞ্চনজঙ্ঘার জলপাইগুড়ি থেকে তেমনি জলপাইগুড়ির রোড় স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। সেই কাঞ্চনজঙ্ঘার প্রতিফলন সবুজ ধানক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়ায় এক অরণ্য দৃশ্য ভেসে উঠছে। এই ছবি ক্যামেরাবন্দি করছে স্টেশনে আসা বহু সাধারণ মানুষ। অপরুপ কাঞ্চনজঙ্গা দেখা গেল জলপাইগুড়ি রোড স্টেশন থেকে। বুধবার সাতসকালের ঘটনা। হাতের মুঠোয় কাঞ্চনজঙ্গাকে দেখতে পেয়ে যারপরনাই খুশীতে আপ্লুত শহরবাসী। তাই আর দেরি না করে এক ছুটে চলে যান জলপাইগুড়ি। মনের সাধ মিটিয়ে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments