সকাল থেকেই সূর্যের দেখা নেই। গত কয়েকদিন ধরেই এই অবস্থা। প্রবল বৃষ্টি দুই বঙ্গেই। তবে দক্ষিনে বৃষ্টি থামছেই না। এই অবস্থায় আলিপুর হাওয়া অফিস প্রকাশ করলো তাদের মঙ্গলবারের ফোরকাস্ট।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে নিম্নচাপের প্রভাব। যার জেরে দক্ষিণবঙ্গে মঙ্গলবারও ভারীবর্ষণের প্রভাব থাকবে বলে পূর্বাভাস। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিকটা কমলেও, শনি ও রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গে তেড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আজ মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। আজ মঙ্গলবার কলকাতার আকাশ মূলত থাকবে মেঘলা। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও বা ঝেঁপে বৃষ্টি নামতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
সোমবার প্রবল বর্ষণ হয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং এ। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে ভারী বর্ষণ হতে পারে আজও। মঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধে বর্ষণ ভারী হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে।