এক নাগাড়ে কয়েকদিন বৃষ্টির পরে এবার বৃষ্টি কিছুটা ধরেছে। বৃহস্পতিবার বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় হলাকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আলির আবহাওয়া অফিস তাদের ফোরকাস্ট দিয়েছে শুক্রবার সকালে।
আকাশ আংশিক মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখাও বাংলা থেকে দূরে সরে গিয়েছে। আজ, শুক্রবার মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে। ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত। কলকাতায় আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। সকালে পরিষ্কার হলেও দুপুরের দিকে আকাশ মেঘলা হতে পারে। দুপুর ও বিকেলে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল, শনিবার আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই চড়া রোদে পুড়বে দক্ষিণবঙ্গ। কলকাতায় আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে ঝকঝকে পরিষ্কার। পর্যটকেরা সহজেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবে।