একটানা বেশ কয়েকদিন বৃষ্টির পরে অবশেষে গত দু’দিন সারা বাংলায় সেই অর্থে বৃষ্টি হয় নি। আর সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বাড়া শুরু করেছে। আকাশের ঘনীভূত নিম্নচাপতি উত্তর ও উত্তর-পশ্চিমে সরে যাচ্ছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শনিবার আবহাওয়ার ফোরকাস্ট হলো, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি কিন্তু হবে। এমন কি পুজো পর্যন্ত বৃষ্টি চলবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে ভারী বৃষ্টি না হলেও আজ দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। তালিকায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এছাড়াও অন্যান্য জেলাতেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী ২/৩ দিন দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে না বলেই হাওয়া অফিস জানিয়েছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আদ্রতা জানিত গরম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে, শনিবার ও রবিবার জোরে বাতাস বইবে। স্বাভাবিক কারণেই সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা। আজ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার পর নিষেধাজ্ঞা জারি করা করেছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়িতে।