Saturday, January 18, 2025
Homeখবরআজকের আবহাওয়া

- Advertisment -

আজকের আবহাওয়া

 

বাংলায় বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বাতাসের আদ্রতা বেরে যাওয়ায় চরম অস্বস্তিতে দক্ষিণবঙ্গ। হঠাৎই তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। এক নাগাড়ে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পড়ে গত দিন চার বাংলায় তেমন বৃষ্টি নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ওড়িশার দিকে সরে গিয়েছে। তবে বৃষ্টি কিন্তু শেষ হয় নি। বাতাসে আছে ‘উড়ন্ত নদী’ উপযুক্ত পরিবেশে তা নেমে আসবে বাংলার মাটিতে।

রবিবারের আবহাওয়ার ফোরকাস্টে তাই জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দিন পাঁচ কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো জেলায়। নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টি থেকে কিছুটা মুক্তি পেয়েছে বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতের পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কোনোরকম সতর্কতা জারি করা হয়নি। আজ উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ পরিষ্কার থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গেও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি যেমন বৃষ্টি চলছে তা চলবেই। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার। তবে পাহাড়ে ধস নামার কোনো পূর্বাভাস নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments