এবার আর বর্ষাকালে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয় নি। বাস্তবিক দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে শরতকালে। প্রথম ধাক্কাতেই প্রবল বৃষ্টি হয়েছে। বাঁকুড়া ও বীরভূমের একাধিক জায়গায় বন্যা হয়েছে। তবে গত এক সপ্তাহ ধরে অবশ্য সেভাবে বৃষ্টি নেই। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। গোটা মাস জুড়ে একাধিক নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ,কাল, পরশু তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে বেশ কিছু অংশে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কোথাও তেমন বৃষ্টি হবে না সপ্তাহের শুরুতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে অন্ধ্র উপকূলে ভারী ভারী বৃষ্টি হচ্ছে। আজ মহানগরী আংশিক মেঘে ঢাকা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস উত্তরবঙ্গ সম্পর্কে জানিয়েছে, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাতদিনই উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।