এবার শ্রাবণ শেষ হওয়ার পরে হয়তো যথার্থ অর্থে ‘শ্রাবণের ধারা’ শুরু হতে চলেছে। অন্তত আবহাওয়া অফিসের তেমনই বার্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরেও।
রবিবার সকালে বৃষ্টিভেজা পরিবেশে আলিপুর আবহাওয়া দপ্তর ফোরকাস্ট প্রকাশ করেছে। বলা হয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবারও এই কয়েক জেলায় সতর্কতা থাকবে। মৎস্যজীবীদের সতর্ক করে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফ্রেদারগঞ্জ, দীঘা মোহনায় দাঁড়িয়ে আছে কয়েক হাজার ট্রালার। রবিবারের পর সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তালিকায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর মঙ্গলবার দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস মিলেছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি মাঝারি থেকে হাল্কা বৃষ্টির কথা জানানো হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস। আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথাও। তবে সোম এবং বুধবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা।