বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব প্রায় দরজায় চলে এসেছে। মানুষ পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে। সেই পরিস্থিতিতে আজ ৮ সেপ্টেম্বর, রবিবার কি মানুষ নির্বিগ্নে পুজো মার্কেটিং করতে পারবেন? আবহাওয়া অফিস জানিয়েছে তাঁদের পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আজ থেকে টানা দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে রবিবার সকালের দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বিকেল থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে।
আজ ও আগামীকাল কলকাতা সংলগ্ন হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আজ ও কাল উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে। অন্যান্য জেলাতে হাল্কা বৃষ্টি হতে পারে।