নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সকলেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। হুগলি জেলার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি জায়গায় ব্যাপক জল জমে যাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ব্যান্ডেল, সপ্তগ্রাম, কোন্নগর, ও রিষড়া স্টেশনগুলির নিচের অংশে প্রায় এক মানুষ সমান জল জমে গেছে, যা স্বাভাবিক জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ড এর বিভিন্ন জায়গায় নিম্নচাপ জনিত বৃষ্টির কারণে একাধিক জায়গায় এবং নিচু জায়গাগুলিতে জল নিষ্কাশনের ব্যবস্থা এবং নিকাশের অসুবিধার ফলে সমস্যায় পড়তে হয় ওই এলাকার মানুষজনদের। স্থানীয় মানুষজন এলাকার জনপ্রতিনিধি উপর একরাশ ক্ষোভ উগরে দেন। কাউন্সিলর বছরে একবার এসে এলাকা পরিদর্শনও করে না। নিকাশির ব্যবস্থা গুলো আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার মানুষজন জানান যে সমস্ত রাস্তা গুলি উঁচু করা হয়েছে এবং যে সমস্ত এলাকায় নিচু সেই সব এলাকায় সমস্ত জল প্রবেশ করে বাড়ির ভেতর প্রবেশ করছে। এতে সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।