গতকাল থেকে বৃষ্টি কিছুটা ধরেছে। আজ বিশ্বকর্মা পুজোতে ভালোই ঘুড়ি ওড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। কারণ মঙ্গলবার দুই বঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, সোমবার বৃষ্টির দাপট অবশ্য কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনও কয়েক দিন হাল্কা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। তবে তেমন ভারী বৃষ্টি এই মুহূর্তে আর হচ্ছে না। তবে আজ আজ পশ্চিমের দু’একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সেরম কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। শুক্র, শনি, রবি আবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে আগামী১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি দুর্বল হবে। গাঙেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
অন্যদিকে উঠরবঙ্গেও আজ বৃষ্টির প্রকোপ কমবে। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। যদিও সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে উত্তর মোটামুটি শুকনো থাকবে।