ডিভিসি প্রচুর জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি। ঘাটালের অবস্থা খুবই খারাপ। সেই অবস্থায় আবার নিম্নচাপের ভ্রূকুটি। রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা।
শনিবার আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন মূলত পরিষ্কার থাকবে দক্ষিণের অধিকাংশ জেলার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা যেতে পারে। এদিকে বৃষ্টির দাপট কমায় হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা।বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও হালকা বৃষ্টি হতে পারে। এদিন বজবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরের সমতলের জেলাগুলিতে বেড়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।