অনেক দেরিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করলেও এখন ভালোই বৃষ্টি চলেছে। তবে সেই অর্থে আর ‘শ্রাবণের ধারা’ আর হয় না। একদিকে কলকাতায় চলেছে আর জি কর কান্ড নিয়ে উত্তাল আন্দোলন সঙ্গে চলেছে প্রবল বৃষ্টির ধারা। সেই অবস্থায় আলিপুর হাওয়া অফিস মঙ্গলবারের ফোরকাস্ট প্রকাশ করলো।
একনাগাড়ে বৃষ্টি হওয়ার পর মাঝে কদিন কম থাকার পর আবারও শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হওয়া নিম্নচাপের জেরেই এই বর্ষণ হচ্ছে। আগামী আরও ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনই বৃষ্টি চলবে বলে জানাল আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। ৫৫ থেকে ৬০ কিমি বেগে চলবে ঝোড়ো হওয়া। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রি ও সর্বনিম্ন হবে ২৭ ডিগ্রি। বাকি গোটা শহরেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।নিম্নচাপের জেরে এই গোটা সপ্তাহটাই মাঝারি থেকে ভারী বৃষ্টিরপাত চলবে গোটা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাববা আছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। একইসাথে কলকাতা, হুগলি, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও নদিয়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিরই সম্ভাবনা থাকছে।
দক্ষিণের মত উত্তরের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। মূলত জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। তবে বাকি জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।