Saturday, January 18, 2025
Homeখবরআজকের আবহাওয়া

- Advertisment -

আজকের আবহাওয়া

 

বিশ্ব পরিবেশের পরিবর্তনের মতো বাংলারও আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে। এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে আনাক পরে। ফলে পিছনে বর্ষা আরো থেকে যায়।

আজ, মঙ্গলবার আবহাওয়া অফিসের বার্তা,বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল। দেশের উত্তর-পশ্চিম ভাগে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়বে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং মধ্য ভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ক্রমশ এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডেও। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে।

অন্যদিকে আজ উত্তরে তেমন বৃষ্টির পূর্বভাস নেই। কিন্তু উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদহ প্রায় সব জেলাতেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments