মাঝে একটু বৃষ্টির বিরতি। তরফলে দুই বঙ্গে জল কিছুটা নেমেছে। বন্যায় কেবলিত মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলো।
মঙ্গলবার দক্ষিণবঙ্গে রোদ ও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে জলীয় বাষ্প জনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকব। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কলকাতাতেও একই আবহাওয়া থকাবে। তবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কোনও না কোনও এলাকায় প্রতিদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। প্রথমিকভাবে বলা হয়েছিল যে মহালয়ার দিন বৃষ্টি হবে। কিন্তু আজকের ফোরকাস্টে জানানো হয়েছে মহালয়ায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কলকাতাতেও একই আবহাওয়া থকাবে। তবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কোনও না কোনও এলাকায় প্রতিদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে কোন জেলার দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।