Sunday, November 3, 2024
Homeখবরআজকের আবহাওয়া

- Advertisment -

আজকের আবহাওয়া

 

সকালে বেশ মৃদু শীতল আবহাওয়া। একদম হৈমন্তিক পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। বর্ষা বিদায় নিলেও দানার প্রভাবে বাতাসে কিছুটা জলীয় বাষ্প এখনও আছে।

এই অবস্থায় আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপাতত চলতি মাসে একই রকম থাকবে আবহাওয়া। কালীপুজোর পর একেবারে কমবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কালীপুজোর মধ্যে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা সামান্যই বৃষ্টির সম্ভাবনা। আজ এবং আগামীকাল কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভাইফোঁটায় কোনও বৃষ্টি হবে না। শীতের আগমন বার্তা পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার বিরাজ করবে। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। স্থানীয়ভাবেও কোথাও কোথাও দু’এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments