বেশ কয়েকদিন ধরে পুরো বাংলা জুড়েই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও মাঝারি আবার কোথাও হাল্কা বৃষ্টি। তবে তেমন ভারী বৃষ্ট এখন আর হচ্ছে না। শনিবার সকালে আলিপুর আবহাওয়া অফিস তাদের ফোরকাস্ট দিয়েছে।
আলিপুর হাওয়া অফিস বলছে,
আকাশ মেঘলা থাকার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে একটি নিম্নচাপ রয়েছে। যা শনিবারের মধ্যে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গে কিছুদিন আগেই বন্যার পরিস্থিতি তৈরী হয়েছিল। তিস্তা সহ অন্যান্য নদীতে বিপদ সীমার অনেক উপরে উঠে গিয়েছিল জল। তবে এখন সেই ভয়ঙ্করতা অনেকটা কমেছে। তবে আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। আগামী সাতদিন উত্তরের প্রায় জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস।